UNESCO: ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে কে? গবেষকের কৃতিত্ব চুরির অভিযোগ সুকান্তর। খারিজ খোদ গবেষকের। Bangla News

Continues below advertisement

‘আমার স্বীকৃতি অন্য কেউ কেড়ে নিয়েছে এটা বলা ঠিক নয়’। ‘দুর্গাপুজোর আর্টিস্টরা জানে আমাদের উদ্যোগেই কাজটা হয়েছে’। ‘পশ্চিমবঙ্গ সরকারও একদম জানতেন না, এটাও ঠিক নয়’। ‘কৃতিত্বের প্রশ্ন উঠবে কেন ?’। ‘এখানে বিভিন্ন স্তরের মানুষের অবদান আছে’। ‘রাজ্য সরকার, কলকাতা পুলিশ, পুজো শিল্পীদের বড় অবদান আছে’। ‘সোশাল মিডিয়ায় আমাকে নিয়ে যা লেখা হচ্ছে, তার অনেক অংশে ভুল’। ‘৫ বছর আগে সেন্ট্রাল ফর স্টাডিস ও সোশাল সায়েন্সের ডিরেক্টর ছিলাম, এখন নেই’। ‘এখন আমি সেন্ট্রাল ফর স্টাডিস ও সোশাল সায়েন্সের সাম্মানিক অতিথি’। ‘এটা আমার একার স্বীকৃতি বলা একেবারেই ভুল’। ‘এই স্বীকৃতি মুখ্যমন্ত্রী চুরি করে নিচ্ছেন, এটা বলা আরও ভুল’। বললেন গবেষক তপতী গুহঠাকুরতা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram