Udayan Guha: 'কে বেশি খেল, কে কম খেল, সেই নিয়ে গন্ডগোল',দলীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে সরব উদয়ন
Continues below advertisement
ABP Ananda LIVE: ফের দলীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী । 'তৃণমূল নেতা-কর্মীরা বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ করে না' । আমার কাছে এসে শুধু একে অপরের নামে অভিযোগ করে' । 'কে বেশি খেল, কে কম খেল, সেই নিয়ে গন্ডগোল' । 'নেতারা শুধু মনে করেন আমি থাকব ও আমার এক গোষ্ঠী থাকবে'
আরও খবর..
তেহট্টে নাবালককে গাছে ঝুলিয়ে মারধর ও যৌন হেনস্থার অভিযোগ । গ্রেফতার অভিযুক্ত কলেজ পড়ুয়া, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। কলেজ পড়ুয়াকে কটূক্তির অভিযোগে নাবালককে গাছে ঝুলিয়ে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। নাবালকের বাবার অভিযোগে গ্রেফতার কলেজ ছাত্র, পকসো আইনে মামলা রুজু ।
নিহত চিকিৎসকের কলেজেই বাতিল গণ কনভেনশন। কল্যাণী মেডিক্যাল কলেজে বাতিল গণ কনভেনশন। অধ্যক্ষের অনুমতি না মেলায় বাতিল গণ কনভেশন
Continues below advertisement