Anubrata Mondal: অনুব্রতকে কে নিয়ে যাবে দিল্লি ? জারি টানাপোড়েন
Continues below advertisement
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি-যাত্রা (Delhi) নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার আদালতের দ্বারস্থ হল জেল কর্তৃপক্ষ। গতকালই আসানসোল জেলের (asansol jail) তরফে ই-মেল করা হয়। এরপর আজ সকালে আসানসোলের বিশেষ আদালতে গিয়ে আবেদন জানাবে জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে জেল-পুলিশ-ইডি-র মধ্যে দড়ি টানাটানির কথা আদালতকে জানানো হবে। এই পরিস্থিতিতে আদালত যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আসানসোল জেল কর্তৃপক্ষ।
Continues below advertisement