Sujan Chakraborty: 'মহুয়া মৈত্রর পাশে দাঁড়াতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের এত সময় লেগে গেল কেন?', প্রশ্ন তুুললেন সুজন চক্রবর্তী। ABP Ananda Live
Continues below advertisement
Abhishek Banerjee: 'আমাকে নথি নিয়ে আসতে বলেছিল, এসে ৬ হাজার পাতার নথি দিয়েছি'। 'আগামীদিনেও ইডি (ED) চাইলে, আমি আবার আসব'। 'আমার আইনজ্ঞদের টিম আজ আমাকে আসতে বারণ করেছিল'। 'বলেছিল, ইডি-র কাছে নথি পাঠিয়ে দিতে'। 'আমি মনে করেছি আমার লুকনোর কিছু নেই, তাই এসেছি'। ইডি দফতরের বাইরে বেরিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 'অতীতে কোনওভাবে তদন্ত এড়াইনি, বর্তমানেও এড়াচ্ছি না, ভবিষ্যতেও এড়াব না'। অজুহাত দিতে পারতাম, দিইনি, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আজ সকাল ১১.০৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছন অভিষেক। বেলা ১২টা বেজে ৮ মিনিটে সিজিও কমপ্লেক্সের বাইরে বেরোন অভিষেক। গোটা ঘটনা প্রসঙ্গে কী প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)? ABP Ananda Live
Continues below advertisement