Amdanga: কেন খুন আমডাঙার তৃণমূল প্রধান? কারণ নিয়ে পরিবারেই মতভেদ

Continues below advertisement

আমডাঙার তৃণমূল প্রধানের খুন নিয়ে পরিবারেই মতভেদ। নিহত তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের বাবার দাবি, গোষ্ঠীদ্বন্দেই খুন। রূপচাঁদ প্রধান হওয়ায় অনেকের আক্রোশ ছিল। জমি-জমা নিয়ে বিবাদের পাশাপাশি পার্টি, পলিটিক্সও ছিল। নিহতের বাবার অভিযোগ, মাসকয়েক আগে তোয়েব হোসেন নামে এক তৃণমূল কর্মী বাড়ি এসে রূপচাঁদকে হুমকি দেয়। অন্য দিকে, নিহত তৃণমূল প্রধানের ভাই লালচাঁদ মণ্ডলের দাবি, রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার শিকার রূপচাঁদ। ভাইয়ের দাবি, আততায়ীরা সংখ্যায় ছিল ৩ জন। এদের মধ্যে একজন বাইকে ছিল। বাকি ২ জন বোমা মেরে ঢেঁড়শ খেতের মধ্যে দিয়ে পালায়। নিহত তৃণমূল প্রধানের ভাইয়ের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রূপচাঁদ জানান, পিছন থেকে বোমা ছোড়ায়, তিনি হামলাকারীদের দেখতে পাননি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram