Narendrapur Case: প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? নরেন্দ্রপুর মামলায় বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য
নরেন্দ্রপুর মামলায় বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য। প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। প্রধান শিক্ষক আগাম জামিনের আবেদন করেছেন, জানাল রাজ্য। আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায়না ? প্রশ্ন বিচারপতির । প্রধান শিক্ষককে ৩০ জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে, জানাল মধ্যশিক্ষা পর্ষদ । প্রধান শিক্ষক ছাড়া এফআইআর-এ নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আদালতে জানাল রাজ্য। আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে, মন্তব্য বিচারপতির । মাধ্যমিক পরীক্ষার পরে ফের শুনানি।