Wild Stone Product Launch: শুধু সুঘ্রাণই নয়, ত্বকের জন্যও নিরাপদ; বাজারে এল সিক্রেট টেম্পটেশনের নতুন সুগন্ধি

সিক্রেট টেম্পটেশনের (Secret Temptation) নতুন সুগন্ধি এল বাজারে। শুধু সুঘ্রাণই নয়, ত্বকের জন্য়ও এই সুগন্ধি একেবারে নিরাপদ। সেই উপলক্ষে শহরের বুকে আয়োজিত হল এক অনুষ্ঠান।

সুগন্ধ আমাদের সকলকেই আকৃষ্ট করে ! সুগন্ধি বা সুরভির প্রতি মানুষের আকর্ষণ সহজাত। আবহমান কাল থেকে মানুষ সুরভি তাড়িত। 
মুহূর্তের মধ্যে মন ভালো করতে এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখতেও সুগন্ধীর তুলনা হয় না। সঙ্গীকে আকর্ষণ করতে সুগন্ধী দারুণ কাজে দেয়। এই আবহেই এক জৌলুসপূর্ণ অনুষ্ঠানে। জনপ্রিয় পারফিউম ব্র্যান্ড, সিক্রেট টেম্পটেশন নিয়ে এল তাদের নতুন সুগন্ধি। ওয়ার্ল্ডক্লাস ফ্র্য়াগন্য়ান্স, সেই সঙ্গে ডার্মাটোলজিক্য়ালি টেস্টেড। অর্থাৎ শুধু সুঘ্রানই নয়, ত্বকের জন্য়ও এই সুগন্ধি একেবারে নিরাপদ।  অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের অভিনেত্রী তৃণা সাহা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola