Yoga Day: আজ আন্তর্জাতিক যোগ দিবস, রাজভবনের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস
আজ আন্তর্জাতিক যোগ দিবস, রাজভবনের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস।
আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর আজ, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনেই যোগ দিবস নিয়ে তাঁর মনের কথা তুলে ধরলেন মোদি। তিনি বলেন, 'বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য়ের জন্য যোগ অত্যন্ত জরুরি। যোগের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম-এর মন্ত্র জোরালো হবে।' এদিন বক্তব্য রাখার সময় মেক ইন ইন্ডিয়ার প্রসঙ্গও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি আরও বলেন, 'ভারতের সংস্কৃতি হোক বা সমাজ, আদর্শ হোক বা দর্শন- সবকিছুতেই ভারত শান্তির বার্তা দিয়েছে, বেঁধে থাকার বার্তা দিয়েছে। বিবিধতাকে উদযাপন করেছে ভারত। এই সব কিছুতেই যোগের ভূমিকা রয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।' যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদকে শেষ করতে হবে বলে মন্তব্য মোদির।