Youth Death in Police Custody : পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ । Bangla News
Continues below advertisement
পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। গলফ গ্রিন থানার বিরুদ্ধে অভিযোগ। মৃতের নাম দীপঙ্কর সাহা। বাড়ি গলফ গ্রিন থানা এলাকার আজাদগড়ে। পরিবারের অভিযোগ, রবিবার দুপুর ২টো নাগাদ এসে জিজ্ঞাসাবাদের নামে তুলে দীপঙ্করকে নিয়ে যায় পুলিশ। রাত ৯টা নাগাদ গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, গতকাল রাতে অসুস্থ হয়ে পড়ায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে পরিবারের তরফে কলকাতার পুলিশ কমিশনার ও ডিসি এসএসডি-কে অভিযোগ জানানো হয়েছে।
Continues below advertisement
Tags :
Kolkata Death Police Police Custody ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর