Adamas University: শিক্ষাক্ষেত্রে লক্ষ্য উৎকর্ষতা, শীর্ষ ছোঁয়ার দৌড়ে অ্যাডামাস ইউনিভার্সিটি
২০১৪ সালের পথচলা শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের (Adamas University)। তারপর যতদিন গিয়েছে ক্রমশ ঊর্ধ্বগামী হয়েছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের নাম। শিক্ষাক্ষেত্রে (Education Sector) আধুনিকতা,প্রযুক্তি এবং মেধার মেলবন্ধনের দৃষ্টান্ত রেখেছে এই বিশ্ববিদ্যালয়। লক্ষ্য থেকেছে উৎকর্ষতা এবং শিক্ষার মান। এই পথচলায় যেমন পড়ুয়া ও অভিভাবকদের অবদান রয়েছে। তেমনই বড়সড় অবদান রয়েছে প্রথিতযশা শিক্ষাব্রতীদের। এবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত স্বনামধন্য় অধ্যাপকদের সম্মানিত করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩১ মে, বুধবার ওবেরয় গ্র্যান্ডে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন অ্য়াডামাস বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং শিক্ষাদানের ক্ষেত্রে যাঁরা নেতৃত্ব দেন তাঁদের উত্তরীয় এবং চারাগাছ দিয়ে সম্মানিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের পথচলার কথা বলতে গিয়ে একেবারে শুরুর দিকের স্মৃতিচারণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর সমিত রায় (Prof. Samit Ray)। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি বলেন, '১৯৮৫ সালে প্রথম বলেছিলাম সরকারি চাকরির (Government Exam) জন্য নির্দিষ্ট পদ্ধতিতে ট্রেনিং প্রয়োজন। এখন সেটা বোঝা যাচ্ছে।' অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে শুধু উচ্চশিক্ষাই (Higher Education) নয়। UPSC, WBCS হওয়ার জন্য প্রস্তুতিও যাতে পড়ুয়ারা নিতে পারেন তা দেখা হয় বলে জানিয়েছেন তিনি। শিক্ষাক্ষেত্র নিয়ে কথা বলতে গিয়ে রাজস্থানের কোটার প্রসঙ্গ উঠে এসেছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়ের কথায়। তিনি বলেন, 'রাজস্থানের কোটা নিয়ে এত ইতিহাস তৈরি হতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গে সেটা হবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও রাজ্য়কে শীর্ষে নিয়ে যেতে হবে।' এদিনই অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় ঘোষণা করেন যে ১ জুন বৃহস্পতিবার থেকে অ্যাডামাস বিশ্ববিদ্যালের উপাচার্যে দায়িত্ব নিতে চলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস (Suranjan Das)।