ABP Ananda Exclusive: কীভাবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে সরকারের বিশেষজ্ঞ কমিটি? জানাচ্ছেন এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে
পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা। আজ দুপুর ২টো নাগাদ পরীক্ষার বিস্তারিত সূচি ঘোষণার কথা ছিল। কবে এই সূচি ঘোষণা হবে তা স্পষ্ট করা হয়নি। এই প্রসঙ্গে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে জানান, ‘পরীক্ষা বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে। তাঁদের ৭২ ঘন্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। কী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, যদি পরীক্ষা না নেওয়া হয় তবে কী পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে তা জানতে চাওয়া হয়েছে।’ সুমন দে জানান, 'মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা যদি না হয়, তাহলে কোন পদ্ধতিতে ছাত্র-ছাত্রীর মূল্যায়ন হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিটি। ৭২ ঘণ্টার মধ্যেই এক্সপার্ট কমিটি রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। রাজ্য সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন না। আমাদের রাজ্যের প্রায় 8 লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যত যুক্ত আছে সুতরাং পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে মূল্যায়ণ কীভাবে হবে, কারণ এই মূল্যায়নের ওপর ভবিষ্যতের কেরিয়ারটা সম্পূর্ণভাবে নির্ভর করছে'।