KK: ৩১ মে-র রাতে হোটেলের রুমে ঢুকে পড়ে যান কে কে, খবর সূত্রের

কেকে-র হোটেলের রুম থেকে মিলল গ্যাসট্রিক-লিভারের ওষুধ। ১০টি ওষুধ পাওয়া গেলেও মেলেনি কোনও প্রেসক্রিপশন: খবর সূত্রের। ‘হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ওষুধ খেতেন কেকে, পুলিশের কাছে এমনই জানায় কেকে-র পরিবার: সূত্র। ‘৩১ মে-র রাতে হোটেলের রুমে ঢুকে পড়ে যান কেকে’। ‘সোফা ধরতে গিয়ে পড়ে গিয়ে মাথা-কনুইয়ে আঘাত’। ‘তড়িঘড়ি হোটেলের ফ্লোর ম্যানেজারকে ডাকেন কেকে-র ম্যানেজার’। ‘২জনে মিলে তুলতে না পেরে ডাকা হয় আরও ২জনকে’। ‘সঙ্গে সঙ্গে ফোন করা হল অনকল চিকিৎসককে’। ‘হার্ট অ্যাটাক বলে সন্দেহ করে হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসক’।
হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কেকে-কে মৃত বলে ঘোষণা: পুলিশ সূত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola