Bratya Basu: ‘সমস্ত কলেজে ভর্তির জন্য তৈরি হবে একটাই পোর্টাল’, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
Continues below advertisement
অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে সিলমোহর। ৭ বছর পরে সম্পূর্ণ হল বৃত্ত, কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ভর্তি।এবার বাড়িতে বসেই আবেদন করা যাবে যেকোনও কলেজে। ‘সমস্ত কলেজে ভর্তির জন্য তৈরি হবে একটাই পোর্টাল’। ‘মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে, চলতি বছরেই কার্যকর’। ‘স্বচ্ছতার স্বার্থে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত’। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী।
Continues below advertisement
Tags :
West Bengal Wb Education Minister Bratya Basu ABP Live ব্রাত্য বসু Online Admission In Colleges