Madhyamik Exam: জীবন বিজ্ঞানের প্রতিটি চ্যাপ্টারে কোথায় জোর? পার্থক্যর জন্য কোন প্রশ্নে বেশি ফোকাস ? | ABP Ananda LIVE

Continues below advertisement

Madhyamik Life science 2024: অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন ? বা অভিব্যক্তির সাথে লুপ্তপ্রায় অঙ্গের সম্পর্ক স্থাপন কর। এরকম নানা সম্ভাব্য প্রশ্নের সম্ভার নিয়ে এবিপি লাইভে মাধ্যমিক জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট টিপস । কোন চ্যাপ্টারে একটু বেশি জোর দেওয়া যায়, হলে লেখায় কীভাবে মনসংযোগ, সব বিষয় নিয়ে পাঠশালা লাইভে আলোচনায় বর্ধমানের আঝাপুর হাইস্কুলের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক ড : উৎপল অধিকারী (Utpal Adhikari)। পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। অনেক শুভেচ্ছা জীবনের প্রথম বড় পরীক্ষার (WBBSE) জন্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram