NEET Examination: ডাক্তারির অভিন্ন প্রবেশিকা নিটে, এবার পুরো নম্বর পেয়ে, প্রথম স্থানে ৬৭ জন

Continues below advertisement

ABP Ananda Live: ডাক্তারির অভিন্ন প্রবেশিকা নিটে, এবার পুরো নম্বর পেয়ে, প্রথম স্থানে ৬৭ জন। পুরো নম্বরের থেকে মাত্র এক নম্বর কম পেয়ে জায়গা হয়েছে ৬৮তম স্থানে। প্রথম স্থানে থাকা ৬৭ জনের মধ্য়ে তিনজন পশ্চিমবঙ্গের। মঙ্গলবার লোকসভা ভোটের ফল চমকে দিয়েছে অনেককে।  একইদিনে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা NEET-এর ফলও হয়েছে চমকপ্রদ। লোকসভা ভোটে এবার ম্য়াজিক ফিগারে পৌঁছোতে পারেনি কোনও দল। আর নিটে পুরো নম্বর, অর্থাৎ ৭২০ পেয়ে প্রথম হয়েছেন ৬৭ জন! হ্য়াঁ ঠিক শুনেছেন, ফার্স্ট হয়েছেন ৬৭ জন!পুরো নম্বরের থেকে মাত্র এক নম্বর অর্থাৎ ৭২০-তে ৭১৯ পেয়েছেন যিনি, তাঁর জায়গা হয়েছে ৬৮তম স্থানে। প্রথম স্থানে থাকা ৬৭ জনের মধ্য়ে ৩ জন বাংলার। এর মধ্য়ে রয়েছেন হিন্দু স্কুলের পড়ুয়া অর্ঘ্য়দীপ দত্ত। 

চিংড়িহাটার কাছে সুকান্তনগরের বাসিন্দা অর্ঘ্য়দীপ, উচ্চমাধ্য়মিকেও সারা রাজ্য়ে, প্রথম দশের মধ্য়ে ছিলেন। বাবা ইঞ্জিনিয়ার। তবে ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। প্রবেশিকায় প্রথম স্থানাধিকারী অর্ঘ্য়দীপ নয়াদিল্লির এইমসে পড়তে চান। ভবিষ্য়তে চিকিৎসাবিজ্ঞানে গবেষণারও ইচ্ছে আছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram