Net Case Study: প্রশ্নফাঁসের আশঙ্কায় UGC NET বাতিল হওয়ায় সমস্য়ায় বহু পরীক্ষার্থী। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: প্রশ্নফাঁসের আশঙ্কায় UGC NET বাতিল হওয়ায় সমস্য়ায় পড়েছেন বহু পরীক্ষার্থী। শেষ মুহূর্তে পরীক্ষা না হওয়ায় অথৈ জলে বহু পড়ুয়ার ভবিষ্যৎ পরিকল্পনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরীক্ষা সূচি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ডাক্তারির সর্বভারতীয়  প্রবেশিকা NEET-এ দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁসের আশঙ্কায় UGC NET বাতিল হয়ে গেছে। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্য়ে স্থগিত করে দেওয়া হয়েছে CSIR-UGC NET-ও। শুক্রবার রাতে হঠাৎই পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অনিবার্য কারণবশত এবং 'লজিস্টিক' ইস্যুর জেরে CSIR-UGC NET আপাতত স্থগিত করা হচ্ছে। এর জেরে সমস্য়ার মুখে পড়েছেন বহু পরীক্ষার্থী। 

বালিগঞ্জ সায়েন্স কলেজের প্রাণীবিদ্যা বিভাগের পড়ুয়া শাশ্বত মান্না। CSIR-UGC NET স্থগিত হয়ে যাওয়ায় থমকে গেছে তাঁর পরবর্তী পরিকল্পনা। শুধু পড়ুয়ারাই নন, 
পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অধ্যাপকরাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার বিভাগীয় প্রধানের দাবি, সর্বভারতীয় পরীক্ষার সঙ্গে সূচি মিলিয়ে বিভাগের বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা হয়। এখন CSIR-UGC NET স্থগিত হয়ে যাওয়ায় বিভাগীয় পরীক্ষার সূচিও অনিশ্চয়তার মুখে পড়ল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram