UGC NET Question: শনিবারও ডার্ক ওয়েবে জ্বলজ্বল করছে UGC NET-এর প্রশ্নপত্র! কীভাবে? ABP Ananada Live

Continues below advertisement

ABP Ananda Live: প্রশ্নফাঁস হওয়ায় বাতিল করা হয়েছে UGC NET...তদন্তভার দেওয়া হচ্ছে CBI-কে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী  জানিয়েছিলেন ডার্ক ওয়েবে প্রশ্ন ফাঁস হওয়ার কথা। প্রশ্নফাঁস হওয়ার ছয় দিন পর, আজও ডার্ক ওয়েবে রয়েছে UGC NET-এর প্রশ্নপত্র। 

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) একটি লুকোনো অংশ হল ডার্ক ওয়েব। UGC NET-এর প্রশ্ন ফাঁসের ৬ দিন পর, তা নিয়ে দেশজোড়া তোলপাড়ের মধ্য়ে। শনিবারও ডার্ক ওয়েবে জ্বলজ্বল করছে UGC NET-এর প্রশ্নপত্র।  NET-এর প্রশ্ন ফাঁস প্রসঙ্গে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখে উঠে এসেছিল এই 'ডার্ক ওয়েব' এবং 'টেলিগ্রাম' অ্যাপের কথা। আমরা গুগলের মতো ব্রাউজার দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www ব্যবহার করি। এটি একটি তথ্যভাণ্ডার, যেখানে তথ্য থাকে।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তিনটি স্তর, সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। আমরা সাধারণত ইন্টারনেটের যে অংশটিতে বিচরণ করি সেটি সারফেস ওয়েব। ডিপ ওয়েব হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি লুকোনো অংশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram