Examination Scam: নতুন সরকারের প্রথম অধিবেশন শুরুর আগেই বিরোধীদের হাতে সরকার বিরোধী একাধিক ইস্যু | ABP Ananda LIVE

নতুন সরকারের প্রথম অধিবেশন শুরুর আগেই বিরোধীদের হাতে সরকার বিরোধী একের পর এক ইস্যু। আজ অধিবেশনের শুরু থেকেই যা নিয়ে উত্তাল হতে পারে সংসদ। যার মধ্যে অবশ্যই প্রধান ইস্যু হতে চলেছে নিট ও নেট নিয়ে সামনে আসা একের পর এক বিস্ফোরক অভিযোগ। 

ভোট মিটতেই, প্রথমে শেয়ার বাজারে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ। এরপর কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্য়ুমিছিল, আর এর উপরেই গোদের ওপর বিষফোঁড়ার মতো NEET, NET ইস্যুতে দেশজুড়ে তোলপাড়। নতুন সরকারের প্রথম অধিবেশন শুরুর আগেই কার্যত ত্রিফলায় বিদ্ধ তৃতীয় মোদি সরকার। কোনও ক্ষেত্রে সামনে আসছে ডার্ক ওয়েবে প্রশ্ন ফাঁসের কথা, কোনও ক্ষেত্রে আবার জবানবন্দিতে বিপুল অঙ্কের টাকা দিয়ে প্রশ্ন কেনার কথা জানিয়েছেন অভিযুক্তরা নিজেই। প্রতিদিন বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে। আর এমন সময় এই ইস্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে, যখন সবেমাত্র তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola