Morning Headlines: কেলেঙ্কারির তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি | প্রশ্নফাঁসের জাল মহারাষ্ট্রেও? | ABP Ananda LIVE
ইউজিসি নেটের প্রশ্নফাঁস তদন্তে নেমেই এনডিএ শাসিত বিহারে আক্রান্ত সিবিআই। নওয়াদায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ঘিরে ধরে হামলা ৩০০ জনের। বাংলা থেকে বিহার। কেলেঙ্কারির তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। নকল সিবিআইয়ের গুজব রটিয়ে হামলা! আক্রান্ত গাড়ি চালক, গ্রেফতার ৪। উদ্ধার ইউজিসি নেট সংক্রান্ত কাগজ। ইউজিসি নেট প্রশ্নফাঁসকাণ্ডে ফৌজদারি মামলা রুজু করে তদন্তে সিবিআই। পাটনা-গোধরায় স্পেশাল টিম। বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজ, নজরে এনটিএ আধিকারিকরাও। পরীক্ষার আগের রাতে পাটনার প্লে সকুলে ১৫-২০ জন পরীক্ষার্থীকে এনেছিল মনীশ। উত্তর মুখস্থ করিয়ে পোড়ানো হয়েছিল ছাদে। এবিপি আনন্দে ফাঁস প্রশ্নফাঁসের পাটনা মডিউল। প্রশ্নফাঁসের চক্রী সিকনদরের পাটনার বাড়িতে এবিপি আনন্দ। পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রাসাদের মতো বাংলো। আরেক চক্রী অমিত আনন্দর ফ্ল্যাটে তল্লাশিতে মিলল অ্যাডমিট। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পর প্রশ্নফাঁসের জাল মহারাষ্ট্রেও? লাতুরে ২ শিক্ষককে জিজ্ঞাসাবাদ। কোচিং সেন্টারের আড়ালে জালিয়াতির কারবার? এটিএসের স্ক্যানারে ২ স্কুল শিক্ষক।