Schools to Reopen: 'পড়ুয়াদের করোনা হলে দায় নেই', বেসরকারি স্কুলের মনোভাবের সমালোচনায় বিশিষ্টরা
নিউ-নরমালে স্কুল খোলার আগেই দানা বাঁধল মুচলেকা বিতর্ক। ১১ মাস পর আগামী শুক্রবার থেকে খুলছে স্কুল। শহরের বহু বেসরকারি স্কুল এ বিষয়ে অভিভাবকদের সম্মতিপত্র চেয়েছে। সম্মতিপত্রে লেখা আছে পড়ুয়ার করোনা (Corona) হলে বা তার উপসর্গ দেখা দিলে তার দায়বদ্ধতা স্কুল কর্তৃপক্ষের নয়। আর তা নিয়েই মুখ খুলেছেন বিশিষ্টজনরা। কেউ বলছেন অমানবিক, কেউ বলছেন দায়িত্ব এড়ানোর চেষ্টা। যদিও একাধিক স্কুল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তকে অপরাধ বলতে রাজি নয়।
Tags :
Corona ABP Ananda School New Normal ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Bond Bengali News.