Mamata Banerjee at Raiganj: যাঁরা মানুষ খুন করে, তাঁদের মুখে কি ধর্মের কথা মানায়? BJP-কে কটাক্ষ মমতার

Continues below advertisement

মঙ্গলবারের পর আজ ফের জোড়া সভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে (Raiganj Stadium) জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "দেশের নেতা মহাত্মা গাঁধী, নেতাজির মতো হওয়া উচিত। নেতা আবার মিথ্যে কথা বলবে কেন? বিজেপি দিনকে রাত, রাতকে দিন করে দেয়।" ফের আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, "আমি ধর্মকে ভালবাসি, মুখে বললেই হয় না। যাঁরা মানুষ খুন করে, তাঁদের মুখে ধর্মের কথা মানায়?" বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে তৃণমূল নেত্রীর বার্তা, "আমরা দেখেছি দেবতারা রথ চড়ে। এখন দৈত্যরা হোটেলের মতো রথ তৈরি করে যাত্রা করছে। বিজেপির আমার উপর খুব রাগ। ওরা চায় আমায় সরিয়ে দিল্লি থেকে বাংলা চালাতে। কিন্তু এত সস্তা নয়, আমরা মাথানত করি না।" তাঁর আক্রমণ, "বিজেপি নেতারা রথযাত্রা করছে। তারা কি জগন্নাথ দেবের থেকেও বড়?"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram