Tutopia: শিশু অধিকার রক্ষা কমিশনের স্বীকৃতি পেল 'টিউটোপিয়া'

Continues below advertisement

এখনও অসুখ সারেনি পৃথিবীর। করোনা বদলে দিয়েছে মানুষের জীবন-জীবিকা স্বপ্ন-সুখ। সেই বদলে যাওয়া সময়ে পড়ুয়াদের নতুন পথের দিশা দেখিয়ে স্বীকৃতি পেল টিউটোপিয়া (Tutopia Learning App)। স্বীকৃতি জানাল রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন। বছর ঘুরে গেলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। চলছে কার্যত লকডাউন। স্কুল-কলেজে ঝুলছে তালা। শৈশব কার্যত বন্দি চার দেওয়ালের মধ্য়ে। লকডাউনকালে স্কুলের পড়াশোনা বদলে গিয়েছে অনলাইন ক্লাসে। শহরের বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা অনলাইন ক্লাস করতে পারলেও প্রান্তিক গ্রামের পড়ুয়াদের কাছে কার্যত ছিল অধরা। সেইসব পড়ুয়াদের পাশে দাঁড়াতে হাইটেক অ্যানিমেশন তৈরি করে শিক্ষামূলক অ্যাপ টিউটোপিয়া।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram