Madhyamik Result 2024: এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal news: আজ ২ মে, মাধ্যমিকের (Madhyamik Result) ফলপ্রকাশ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এ বছরও বোর্ডের পাশাপাশি এবিপি আনন্দের ওয়েবসাইট (ABP Ananda Website) ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখার সুযোগ রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফল ঘোষণার পাশাপাশি সকাল ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। মাধ্য়মিকে প্রথম চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল, কোচবিহার (৬৯৩), দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল (৬৯২), তৃতীয় উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (৬৯১), তৃতীয় পুষ্পিতা বাঁশুরি, বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুল (৬৯১), তৃতীয় নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (৬৯১), চতুর্থ তপোজ্যোতি মণ্ডল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন (৬৯০)। ABP Anand Live
Continues below advertisement
Tags :
WBBSE Madhyamik Result 2024 Wb Madhyamik Result 2024 Madhyamik Result 2024 Date West Bengal Madhyamik Result 2024 Madhyamik Result Date 2024 Wb Board 2024 Result Live Madhyamik Result 2024 Date West Bengal Madhyamik 2024 Result Live Madhyamik 2024 Result Out Madhyamik 2024 Result Update How To Check Madhyamik Result 2024 West Bengal Madhyamik Exam 2024 WB Madhyamaik Result 2024 West Bengal 10th Result Live Wb Board 10th Result 2024 Declared.