HS Result 2024: প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন, প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন
Continues below advertisement
ABP Ananda LIVE: প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন। প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন। উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস (৪৯৬)। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫)। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ। তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত (৪৯৪)। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম স্নেহা ঘোষ, প্রতীচী রায় তালুকদার। চন্দননগরের স্নেহা ঘোষ ও কোচবিহারের প্রতীচীর নম্বর ৪৯৩।
Continues below advertisement
Tags :
West Bengal Hs Results RESULT WBCHSE Result 2024 West Bengal Class 12th Result WB 12th Result 2024 Live News Wbresults.nic.in 2024 WB HS Result