TMC Infighting:ভোট মিটতেই প্রকাশ্য়ে 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব', এবার ঘটনা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে।ABP Ananda LIVE
ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ। অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে অঞ্চল সভাপতির অনুগামীদের উপর চড়াও হয়। অঞ্চল সভাপতি হবিবুর রহমান, তাঁর ছেলে মেহেবুর রহমান সহ চার জন আহত হয়েছেন। তাঁদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ব্লক সভাপতির দাবি, গ্রাম্য় বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। এর আগে, গত ১৩ মে, ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়া নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়। সে বার রক্ত ঝরে গলসিতে। পাথর-লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। জখম তৃণমূল সমর্থক দুই টোটো চালক। বর্ধমান-দুর্গাপুর লোকসভার গলসি ১ নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় দুই নেতার অনুগামীরা ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।