ওদের পুলিশ ধমকালেও, বুথ ছাড়বেন না, বহরমপুরের সভা থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পাল্টা আক্রমণে মমতা

Continues below advertisement

ওদের পুলিশ ধমকালেও, বুথ ছাড়বেন না। বহরমপুরের সভা থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। যে সন্তান মায়ের প্রয়োজনে পাশে থাকে না, সে কুসন্তান। যারা গেছে, পাপ বিদায় হয়েছে। কালনার সভা থেকে দলত্যাগীদের আক্রমণ মমতার।

যাদের আগে দেশদ্রোহী বলেছিলেন তারাই এখন দলে যোগ দেওয়ায় দেশপ্রেমিক হয়ে গেছে। কারা তাহলে কুসন্তান? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে কটাক্ষ রাজীব বন্দ্যোপাধ্যায়ের। 

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালনার জনসভায় শাসকদলে যোগ দেন তিনি। সম্প্রতি চন্দননগরের কমিশনারেটের পুলিশ কমিশনার পদে ইস্তফা দেন হুমায়ুন কবীর। কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন তাঁর স্ত্রী। এরপরই পুলিশ কমিশনারের চাকরি থেকে ইস্তফা দেওয়ায়, হুমায়ুন কবীরের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়। 

ভোটের আগে দুই জেলার জেলাশাসক বদলি। বীরভূম ও হুগলির জেলাশাসক বদলি। হুগলির জেলাশাসককে নিয়ে আসা হল স্বাস্থ্য দফতরে। স্বাস্থ্য দফতরে নিয়ে আসা হল রত্নাকর রাওকে। বীরভূমের নতুন জেলাশাসক হলেন দেবীপ্রসাদ কারানাম।

‘আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে লাগু করতে দেননি মমতা। মমতা শুধু বলেন হবে হবে না, মে মাসে হবে, হবে হবে,’ লালগড়ের সভা থেকে বললেন জেপি নাড্ডা। ‘রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের টুকলি করেছে বিজেপি,’ পাল্টা আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram