Abhijit Gangopadhyay: কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের নির্দেশে একাধিক আপত্তিকর মন্তব্যে মানহানির অভিযোগ।
কমিশনের মন্তব্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তমলুকের বিজেপি প্রার্থী।
মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বেলাগাম আক্রমণের অভিযোগে নির্বাচন কমিশনের কোপে পড়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রচারে ২৪ ঘণ্টার জন্য় নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। পাল্টা, নির্বাচন কমিশনের নোটিসকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাঁর অভিযোগ, নোটিসে তাঁকে উদ্দশ্য় করে যে শব্দ ব্য়বহার করা হয়েছে, তাতে তাঁর সম্মানহানি হয়েছে। হাইকোর্টে মামলা দায়ের করেছেন তমলুকের বিজেপি প্রার্থী।
কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাওয়ার দাবি পুলিশের। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। কেশপুর থেকে ঘাটালের সভা না করেই হাজির শুভেন্দু। 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল।' পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু। কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর। কী হয়েছে জানতে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: শুভেন্দু। বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন? পাল্টা কটাক্ষ তৃণমূলের। ঘটনা নিয়ে কী বললেন শুভেন্দু ?