Abhishek Banerjee: 'একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, ভয়ে কেঁপে কেঁপে উঠছেন', অভিষেকের নিশানায় শুভেন্দু

Continues below advertisement

কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাওয়ার দাবি পুলিশের। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। কেশপুর থেকে ঘাটালের সভা না করেই হাজির শুভেন্দু। 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল।' পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু। কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর। কী হয়েছে জানতে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: শুভেন্দু। বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন? পাল্টা কটাক্ষ তৃণমূলের।

'শুভেন্দু অধিকারী গদ্দার, মেদিনীপুর নয়। নিজের মেরুদন্ড বিক্রি করে, বশ্যতা স্বীকার করে বিজেপিতে গেছেন শুভেন্দু। ইডি-সিবিআইয়ের ভয়ে বিজেপিতে গেছে, কাল পুলিশ সার্চ করতে গেছে কেঁপে গেছে। শুভেন্দু বলছে ভিডিওগ্রাফি করতে হবে, তাহলে আমরাও বলব ইডি-সিবিআই যখন আসবে, ভিডিওগ্রাফি করতে হবে। যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, তখন নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকতে হবে। মহুয়া মৈত্রের বাড়িতে গেছিল, ভিডিওগ্রাফি করেছেন ? এই দ্বিচারিতে চলবে না', হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram