Abhishek Banerjee: '২১-এ হারার পর থেকে বাংলাকে ১০ পয়সাও দেয়নি কেন্দ্র: অভিষেক
বসিরহাট: 'এই লড়াই বাংলা বনাম বাংলা বিরোধীদের। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, মিথ্যা বলেছেন প্রধানমন্ত্রী। একুশে হারার পর থেকে বাংলাকে ১০ পয়সাও দেয়নি কেন্দ্র। বাংলাকে টাকা দিয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি', বসিরহাটের সভা থেকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁর তোপ, 'বিজেপির কাছে ইডি-সিবিআই-কমিশন-কেন্দ্রীয় বাহিনী আছে, তাও শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ নিতে পারছে না বিজেপি'
Tags :
ABHISHEK BANERJEE