Abhishek Banerjee:'প্রাক্তন সাংসদের প্যাডটা ছাপিয়ে রাখুন', নাম না করে কাকে বার্তা অভিষেকের?ABP Ananda LIVE
'যিনি ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদির নাম করে হুগলি লোকসভা কেন্দ্রে জিতেছিলেন, অচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, তাঁকে খালি বলব প্রাক্তন সাংসদের প্যাডটা ছাপিয়ে রাখুন। এখন শুধু সময়ের অপেক্ষা', নাম না করে লকেট চট্টোপাধ্যায়কে 'চ্যালেঞ্জ' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Tags :
Election 2024 Hooghly Lok Sabha Constituency Lok Sabha ELection 2024 Abhishek Banerjee Challenges Locket Chatterjee