Amit Shah at Coochbehar: ভোট শেষ হওয়ার আগেই মমতাদিও জয় শ্রীরাম বলবেন : অমিত শাহ

বৃহস্পতিবার কোচবিহারে রাসমেলা ময়দান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন অমিত শাহ (Amit Shah)। সেখানে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বাংলায় জয় শ্রীরাম না বলে পাকিস্তানে গিয়ে বলব? মমতাদি একটি নির্দিষ্ট বর্গের মানুষকে তুষ্ট করার জন্য জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা করছেন।" পরক্ষণেই তিনি বলেন," কেন? অন্য সম্প্রদায় কি ভোটার নন?" পাশাপাশি তাঁর দাবি, "ভোট শেষ হতে হতে মমতাদিদিও (Mamata Banerjee) জয় শ্রীরাম বলবেন।"

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola