Amit Shah Exclusive: 'CAA র মাধ্যমে সাম্প্রদায়িকতার বীজবপন করতে চাইছে বিজেপি', মমতার অভিযোগের কী জবাব দিলেন শাহ

Continues below advertisement

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কোনও রাজ্যের নির্বাচনের সঙ্গে সিএএ-র কী সম্পর্ক বা তা কার্যকর হতে কেন এত সময় লাগছে জানতে চাওয়া হলে অমিত শাহ (Amit Shah) বলেন, "তৃণমূল সরকার সিএএ-র বিরোধিতা করেছিল। এই কারণেই আমরা সিএএ-কে নির্বাচনী ইস্যু বানিয়েছি।" কিন্তু সেক্ষেত্রে অসমের ইস্তেহারে কেন লেখা হয়নি সিএএ (CAA)-র কথা? উত্তরে তিনি বলেন, "অসমের সরকার তো বিরোধিতা করেনি। ওরা স্বীকার করেই নিয়েছে।" অমিত শাহ যোগ করেন, "পুরো দেশে একসঙ্গে সিএএ কার্যকর হবে। মতুয়া, নমশূদ্রদের নাগরিকত্ব দেওয়া হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram