আনন্দ লাইভ: 'সুদীপ জৈনের এই ব্যাখ্যায় আমি সন্তুষ্ট নই', নন্দীগ্রামকাণ্ড নিয়ে কমিশনের চিঠি প্রসঙ্গে প্রতিক্রিয়া Saugata Roy-এর

Continues below advertisement

চিফ সিকিওরিটি অফিসারকে সরানো নিয়ে তুললেন প্রশ্ন। নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মিথ্যে অভিযোগ করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। পাল্টা আক্রমণ বিজেপির (BJP)। মেট্রো ডেয়ারি মামলায় স্বরাষ্ট্র সচিবকে ইডি (ED) তলব করেছে। ঘটনাকে অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "এখন নির্বাচনের কাজ করবে না কি সাক্ষী দিতে যাবে। নিজেরা হারবে বলে অমিত শাহ বাংলায় চক্রান্ত করছে। চক্রান্ত করছে কী করে তৃণমূলকে শেষ করা যায়। কী করে বাংলাকে দখল করা যায়। কী করে মমতাকে মেরে ফেলা যায়। কী করে মানুষের উপর অত্যাচার করা যায়। সিন্ডিকেড বাবু ওয়ান সিন্ডিকেট বাবু টু জেনে রেখে দাও নির্বাচন কমিশনকে তোমরা চালিত করছ। আগামী দিন এমন চলতে থাকলে আমি ভাঙা পা নিয়ে নির্বাচন কমিশনে ধর্না দিতে পিছু পা হব না।" 

অন্যদিকে, নন্দীগ্রামকাণ্ড নিয়ে চিঠির কড়া জবাব কমিশনের। "মুখমন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ বিবেক সহায়। নিরাপত্তা অধিকর্তা-সহ ডিএম, এসপি ব্যর্থ। নন্দীগ্রামের মুখ্য়মন্ত্রীর সূচি জানতেন না বিবেক সহায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি জানতেন না ডিএম-এসপি। ব্যবহার করা হয়নি মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়িও।" বিবেক সহায়, ডিএম-এসপির অপসারণ নিয়ে ব্যাখ্যা কমিশনের। মুখ্যমন্ত্রীরকে উপ নির্বাচন কমিশনারের কড়া চিঠি। এই নিয়ে তৃণমূল সাংসাদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "সুদীপ জৈনের এই ব্যাখ্যায় আমি সন্তুষ্ট নই। ওঁনার কোনও এক্তিয়ার নেই মুখ্য়মন্ত্রীকে এইরকম চিঠি দেওয়ার।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram