Ananda Live: বীরভূমের তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রথযাত্রার সূচনা নাড্ডার, সরগরম রাজ্য রাজনীতি
নবদ্বীপের পর মঙ্গলবার বীরভূমের তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রথযাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার কোচবিহার থেকে রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়েই ভোটের মুখে সরগরম রাজ্য-রাজনীতি।
বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে যখন তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে, তখন ফের একবার টেট কেলেঙ্কারির অভিযোগ নিয়ে হইচই শুরু হয়েছে। বিজেপিতে যোগ দিয়েই বিতর্কের আগুনে ঘি ঢালেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। এরপর আজ কালনার সভায় তৃণমূল নেত্রী আক্রমণ করেন দলত্যাগীদের। বিরোধীদের পাল্টা প্রশ্ন, দলে থাকাকালীন কেন ব্যবস্থা নেননি?
১২ দিন আগে যখন চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দেন হুমায়ুন কবীর। আজ কালনার সভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন ২০০৩ ব্যাচের এই আইপিএস অফিসার। এই নিয়েও বেঁধেছে শাসক-বিরোধী সংঘাত।
হাইভোল্টেজ ভোটের আগে রাজ্যের সাংবিধানিক প্রধানের মুখে ‘পলিটিকাল সুপারি’র মতো চাঞ্চল্যকর শব্দ! আজ হাওড়ায় গিয়ে রাজ্যপাল অভিযোগ করেন, কিছু পুলিশ অফিসার ও আমলা ভোটারদের নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক সুপারি নিয়েছে! পাল্টা তৃণমূল বলছে, প্রমাণ থাকলে সামনে আনছেন না কেন?
ঝাড়গ্রামে নাড্ডার কর্মসূচিতে যাওয়ার সময়, লালগড়ে বিজেপি কর্মীদের বাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী গুলি চালানো হয় বলেও অভিযোগ করছে বিজেপি।তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
নবদ্বীপে রথযাত্রা নিয়ে টালবাহানা হলেও, কোচবিহারে রথযাত্রার অনুমতি পেয়ে গেছে বিজেপি। আগামী বৃহস্পতিবার তার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন কোচবিহারে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূলও। তবে শাসক দলকে এখনও অনুমতি দেয়নি প্রশাসন।
গতকাল জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নোয়াপাড়া আর বনগাঁর তৃণমূলত্যাগী বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। রাতেই নোয়াপাড়ার বিধায়কের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করে রাজ্য সরকার। যদিও সুনীল সিংহ রাজ্যের দেওয়া নিরাপত্তা নিতে অস্বীকার করেন।
তৃণমূলে যোগ দেওয়ার জন্য ফোন করে লাগাতার চাপ আসছে বলে শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দার্জিলিং জেলা বিজেপির সহ সভাপতি। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ।