Ananda Live: 'ধর্মীয় মেরুকরণ করছেন উনি', Suvendu Adhikari-র 'পাকিস্তান' মন্তব্যে আক্রমণ Kunal Ghosh-এর

Continues below advertisement

"অঞ্চলে অঞ্চলে ছোট ছোট পাকিস্তান। পাকিস্তান জিতলে বোমা ফাটায়। এদের হাতে ছাড়বেন কি না ভাবতে হবে।" নন্দীগ্রামের সভায় তৃণমূলকে (TMC) আক্রমণ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "উনি খুব কুৎসিতভাবে ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উনি যে বিজেপি হঠাও দেশ বাঁচাও বলে যে স্লোগান দিয়েছেন সেটা নন্দীগ্রামের প্রতিটি মানুষের মনে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণে উস্কানি দিয়ে ভোট ভাগের চেষ্টা হচ্ছে। নন্দীগ্রামের মানুষ এই অপচেষ্টা প্রতিহত করবেন।"

খেলা হবে স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "দিদি বলছেন খেলা হবে। বাড়ির মেয়ে কখনও বাড়ির লোকের সঙ্গে খেলা করে? করে না। দিদিকে জিজ্ঞাসা করা উচিৎ তিনি কী খেলা করবেন। তিনিও খেলাই করেছেন বাংলার মানুষের সঙ্গে। মহিলাদের সম্মানের সঙ্গে খেলা করেছেন। গরিব মানুষের ভবিষ্যতের সঙ্গে খেলা করেছেন। এখন বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন দিদি হঠাও, বাংলা বাঁচাও আর বিজেপি লাও।"

ভোটের পাঁচদিন আগে বর্ধমানে বিস্ফোরণ। বোমা ফেটে শিশুর মৃত্যু। আহত আরও এক শিশু। বর্ধমান মেডিক্যালে ভর্তি। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ বলে দাবি পুলিশের। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram