আনন্দ লাইভ: শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ TMC-এর, বিজেপির ৬০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ

Continues below advertisement

শুক্রবার তৃণমূলের (TMC) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার বিজেপিরও (BJP) প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। ২৯৪টি আসনে শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী তালিকা প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের প্রার্থী তালিকায় অন্তত ৪০জন নতুন মুখ থাকতে পারে এবার। এবারের ভোটে টিকিট পাবেন না ৮০ উর্ধ্বরা: সূত্র। দিল্লি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। প্রথম দুই দফার ভোটে অর্থাৎ মোট ৬০টি আসনের বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।  নন্দীগ্রামে ফের মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhiakri)। নিজে দাঁড়ালেও হারাব, অন্য কেউ দাঁড়ালেও হারাব। তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। পাল্টা তৃণমূলের কটাক্ষ। কোচবিহারের শীতলকুচিতে প্রাক্তন বনমন্ত্রীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। নিজের এলাকাতেই সভা চলাকালীন 'আক্রান্ত' তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের সভায় 'হামলা' চালানোর অভিযোগ উঠেছে। হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অন্তর্দন্দ্বের জের, পাল্টা দাবি বিজেপির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram