আনন্দ লাইভ: 'আজ থেকে মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব', BJP-তে যোগ দিয়েই শাসকদলকে খোঁচা Jitendra Tiwari-র
বিজেপিতে (BJP) যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বৈদ্যবাটিতে বিজেপির সভায় যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আজকেই বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারির যোগদান নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। বিজেপিতে যোগ দিয়ে জিতন্দ্র বলেন, "আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারকে, আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য়। আজ থেকে আমার মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। আমি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাই না। তবে এটা বলতেই হবে, বিগত কয়েক বছর ধরে মনের ভাবনা প্রকাশ করা যেত না। মনে এক কথা থাকলেও বাইরে আর এক কথা বলতে হতো। মানুষের সঙ্গের অনেক কথা বলার অবকাশ ছিল না।" এই নিয়ে বাবুল সুপ্রিয়ো (Babul Supriyo) বলেন, "উনি যে বিজেপিতে যোগ দেবেন সেই নিয়ে আমাদের সঙ্গে এক মাস ধরেই কথা হচ্ছে। পুরনো বৈরিতা ভুলে আমরা আসানসোলকে বিরোধী শূন্য করার চেষ্টা করব। পুরনো কাসুন্দি এই সময় ঘেঁটে লাভ নেই।" তমলুক আদালতের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High court)। গত ২৬শে ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে সরকারি আইনজীবীর কাছে একটি চিঠি পাঠিয়ে বলা হয়, আনিসুর রহমানের (Anisur Rahman) বিরুদ্ধে যে মামলা রয়েছে তা প্রত্যাহার করার জন্য যেন আবেদন করা হয়। নিম্ন আদালত এই নির্দেশকে সম্মতি জানিয়েছিল। মঙ্গলবার মামলা প্রত্যাহারের এই নির্দেশ খারিজ করল উচ্চ আদালত। রাজ্য সরকার কেন এই নির্দেশ দিয়েছিল, তা স্পষ্ট নয় বলে দাবি আদালতের। কোলাঘাট থেকে গ্রেফতার করা হল আনিসুর রহমানকে (Anisur Rahman)। ছাড়া পেয়েও ফের গ্রেফতার আনিসুর রহমান। পাশকুঁড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুর রহমান। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "পরিকল্পিতভাবে আনিসুরকে দোষ দেওয়া হচ্ছে। তাকে অভিযুক্ত করা হচ্ছে। বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমরা মনে করি দোষী ব্যক্তি শাস্তি পাবে। কিন্তু নির্দোষরা যেন শাস্তি না পায়।"