আনন্দ সকাল (২): মিনাখাঁয় দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলার অভিযোগে জাতীয় নির্বাচন কমিশন ও Amit Shah-কে চিঠি BJP-র
পার্লারের চাবি মিলল। চলল পুলিশের তল্লাশি। কিন্তু বিতর্ক থামল না। রবিবারও ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মাদককাণ্ডে ধৃত বিজেপির (BJP) যুবনেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। মাদক সরবরাহের অভিযোগে শুক্রবার নিউ আলিপুরে গ্রেফতার হন রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। গ্রেফতার হন তাঁর সঙ্গী প্রবীর কুমার দে ও তাঁদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে দাবি, ওইদিন সন্ধ্যায় নিউটাউনে পামেলার বিউটি পার্লারে তালা দিয়ে চলে গিয়েছিলেন এক কর্মী। শনিবার দিনভর তন্নতন্ন করে খুঁজেও চাবির হদিশ মেলেনি। অবশেষে রাত দুটো নাগাদ হদিশ মেলে পার্লারের চাবির। এরপরই রবিবার ধৃত তিনজন ও পার্লারের এক কর্মীকে নিয়ে নিউটাউনে শপিং মলে যান তদন্তকারীরা। শনিবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় দিলীপ ঘোষের (Dilip Ghosh) পরিবর্তন যাত্রার কনভয়ে হামলার অভিযোগ ওঠে। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। অভিযোগ তৃণমূলের (Trinamool) বিরুদ্ধে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে রবিবার জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিল রাজ্য বিজেপি। এই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এবং জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনকে। ‘পারলে রাষ্ট্রপুঞ্জে অভিযোগ করুক’, পাল্টা কটাক্ষ তৃণমূলের। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) দাবি, বিজেপি নিজের দলীয় কর্মীদের দিয়ে এই ধরনের হামলা করিয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তৃণমূলের (Trinamool) এলাকা শুদ্ধকরণ কর্মসূচি। শনিবার দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভা দিয়ে যায় বিজেপির (BJP) পরিবর্তন যাত্রার কনভয়। রবিবার ওই এলাকায় কালী মন্দিরের জল নিয়ে এলাকা শুদ্ধকরণে নামল তৃণমূল। তাঁদের বক্তব্য, পরিবর্তন যাত্রার নামে তাঁদের এলাকা ও রাস্তা কলুষিত করেছে বিজেপি। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা শুদ্ধকরণে নামেন এলাকার তৃণমূল (TMC) নেত্রী তথা বোরো চেয়ারম্যান রিনা চৌধুরি (Rina Chowdhury)। প্রথমে আম্রপল্লব দিয়ে ও পরে ট্যাঙ্কারে করে রাস্তায় মন্দিরের জল ছেটানো হয়, ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় এলাকা। রিনা চৌধুরি বলেন, "রথযাত্রার নাম করে বিজেপি তাঁদের এলাকায় অশুভ শক্তির বাতাবরণ তৈরি করেছে। তাই ঝাড়ু মেরে গঙ্গাজল দিয়ে অশুভ শক্তি দূর করা হল।" এই কর্মসূচিকে কটাক্ষ জেলা বিজেপির।