Assembly Election Result 2022: বড় চমক দিয়ে পাঞ্জাব দখল কেজরিওয়ালের আপের, ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের। Bangla News
৫ রাজ্যের ভোটে ৪ রাজ্যই দখলের পথে বিজেপি। বড় চমক দিয়ে পাঞ্জাব দখল কেজরিওয়ালের আপের। ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের। কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। এখনও পর্যন্ত ২৭৩ আসনে জয়ের পথে বিজেপি। গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি। ১২৪ আসন পেয়ে দ্বিতীয় স্থানে অখিলেশের দল
বিএসপি ২, কংগ্রেস আটকে ২ আসনে। ৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসকদল। ৫ বছর ক্ষমতায় থাকার পর প্রথমবার ফের নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রী । উত্তরাখণ্ডেও প্রথমবার প্রতি ৫ বছর পর সরকার পরিবর্তন হল না। উত্তরাখণ্ডে প্রাপ্ত ভোটের হার ধরে রাখল বিজেপি।একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরাখণ্ডে ফের সরকার গঠনের পথে বিজেপি। উত্তরাখণ্ডে বিজেপির দখলে ৪৯ আসন। কংগ্রেস পেয়েছে ১৭ আসন।
পাঞ্জাবে কংগ্রেসকে কোণঠাসা করে সরকার গঠনের পথে কেজরিওয়ালের আপ। ১১৭-র মধ্যে আপের দখলে ৯২ আসন। মাত্র ১৭ আসন পেয়ে ধরাশায়ী কংগ্রেস।