Bangladesh MP Murder: সাংসদের দেহাংশর খোঁজে নালায় তল্লাশি চালাতে CID-কে অনুরোধ ঢাকার গোয়েন্দাপ্রধানের
তন্নতন্ন করে তল্লাশির পরেও এখনও মেলেনি বাংলাদেশের নিহত সাংসদের দেহাংশ। যে ফ্ল্যাটে সাংসদকে খুন করা হয়, সেখানে দেহাংশর খোঁজে নিকাশি নালায় তল্লাশি চালাতে সিআইডি-কে অনুরোধ করা হয়েছে, জানালেন ঢাকার গোয়েন্দাপ্রধান হারুন উর রশিদ।
প্রসঙ্গত, নিউটাউনে বাংলাদেশের সাংসদকে হত্যাকাণ্ডে সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মুম্বই থেকে কসাই এনে নিউটাউনের ফ্ল্যাটে নারকীয়ভাবে খুন করা হয়েছিল আওয়ামি লিগের সাংসদ আনোয়ার-উল-আজিমকে। শ্বাসরোধ করে খুনের পর পরিচয় লোপাটে শরীর থেকে চামড়াও ছাড়িয়ে নেয় আততায়ীরা বলে দাবি রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার। মৃতদেহ লোপাটের উদ্দেশ্যে টুকরো টুকরো করে কেটে প্লাস্টিক ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন এলাকায় ফেলে আততায়ীরা। সূত্রের খবর, বনগাঁ থেকে জুবের ওরফে জিহাদ নামের এক কসাইকে গ্রেফতারের পর সিআইডির হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।