Bengal Election Results 2021: 'এবারের জয় আনন্দের নয়, এই জয় দায়িত্বের', ভোট গণনার আগে মন্তব্য Firhad Hakim-এর

Continues below advertisement

আজ বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণা। কার দখলে থাকবে নীল বাড়ি? তৃতীয়বার ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল না কি প্রথমবার নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি বাহিনী। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভোট গণনার প্রস্তুতি। কলকাতা বন্দরের তৃণমূল (TMC) প্রার্থী ফিরহাদ হাকিম জয় নিয়ে নিশ্চিত।  তবে তিনি জানান, জয় শুধুমাত্র আনন্দের নয় তার সঙ্গে এবার অনেক বাড়তি দায়িত্বে জড়িয়ে থাকবেন। তিনি বলেন, "আমার কোনও টেনশন নেই। মানুষের হয়ে কাজ করেছি। মানুষ তাঁদের মতামত দিয়েছেন। আজ তারই ফল প্রকাশ। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস বাংলায় ফিরছে এই ব্যাপারে ১০০% নিশ্চিত। বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তবে এই জয় আনন্দের জয় নয়। এই জয়টা হল দায়িত্বের জয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram