Bengal Election Results 2021: 'আমি জিতছি, আমার নেত্রীও জিতছেন', গণনার আগে আশাবাদী Sovandeb Chattopadhyay

আজ বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণা। কার দখলে থাকবে নীল বাড়ি? তৃতীয়বার ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল না কি প্রথমবার নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি বাহিনী। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভোট গণনার প্রস্তুতি। ভবানীপুরের তৃণমূল (TMC) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ভোট গণনার আগে যথেষ্ট আশাবাদী নিজের এবং তাঁর দলের জয়ের ব্য়াপারে। তিনি বলেন, "আমি জিতছি, আমার নেত্রীও জিতছেন।" গণনা শুরুর আগে এমনটাই দাবি করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola