Bengal Post Poll Violence: 'TMC-র গুণ্ডাদের বিরুদ্ধে FIR নয় কেন?', পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় সরব গৌরব ভাটিয়া

মেদিনীপুরের (Midnapore) পাঁচখুরি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের (V Murlidharan) গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগ, রাহুল সিনহার (Rahul Sinha) ওপরও হামলা করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি (BJP) নেতা গৌরব ভাটিয়া (Gaurav Bhatia) বলেন, ‘তৃণমূলের (TMC) গুণ্ডারা হামলা চালায়। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছে বলে কি তাদের শাস্তি দিচ্ছেন মমতা? তৃণমূলের গুণ্ডারা এতদিন পর্যন্ত যত হত্যা করেছে, তার কতজনের বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে? কতজনকে গ্রেফতার করা হয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে চায় দেশের জনগণ’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola