Bengal Top Story : গত ২৪ ঘণ্টায় রাজ্যে Corona আক্রান্ত ২৩৯০, মৃত ৮, সঙ্গে অন্য খবর
তারকেশ্বরে সভায় সংখ্যালঘুদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য, আদর্শ আচরণবিধি লঙ্ঘন দেখছে কমিশন (Election Commission)। জবাব দিতে ৪৮ ঘণ্টা সময়। বিজেপির (BJP) বিরুদ্ধে টাকা বিলির অভিযোগে কেন চুপ? পাল্টা মহুয়া। কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi) আক্রান্ত দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সভা সেরে ফেরার পথে কনভয়ে ইট, পাথরবৃষ্টি, লাঠি নিয়ে হামলা। ভাঙল গাড়ির কাঁচ। তৃণমূলের (TMC) ঝণ্ডা নিয়ে আক্রমণের অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। আজ কোচবিহারের (Cooch Behar) থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি। পুরোটাই নাটক, পাল্টা তৃণমূল। ভোট শেষের আগেই মমতার দাবিকে কটাক্ষ অধীরের (Adhir Chowdhury)। পঞ্চম দফাতেই ম্যাজিক ফিগার, দাবি তৃণমূলের। রিজেন্ট পার্ক ও বাঁশদ্রোণী থানার ওসি (OC) বদল। রাজ্যে করোনা (Corona) আক্রান্ত ৬ লক্ষ পেরল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩৯০ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৭২২, মৃত ৩। অমৃতসরে কোভিড ভ্যাকসিন নিলেন সোনু সুদ।