Narendra Modi: দেশ ও বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলার বিকাশই নরেন্দ্র মোদির প্রাথমিক লক্ষ্য: মোদি
ABP Ananda LIVE: 'সবাই বলছে ৪ জুন ৪০০ পার'। 'স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশকে দিশা দেখিয়েছেন'। 'বিজেপির (BJP)সংকল্প পত্র বিজেপির গ্যারান্টি কার্ড'। 'আগামী ৫ বছরের জন্য মোদির গ্যারান্টি'। 'পিএম আবাস যোজনায়(PM Awas Yojona) ৩ কোটি মানুষ ঘর পাবে'। 'বাংলার বিকাশের জন্য বন্দে ভারত ও অমৃত ভারতের মতো আরও ট্রেন'। 'সত্তরোর্ধ্বরা নিখরচায় চিকিৎসা পাবেন'। 'এবার থেকে রোগ লুকনোর প্রয়োজন নেই'।'পিএম আবাস যোজনা প্রকল্পে ৫০ লক্ষ বাড়ি তৈরি হয়েছে'। 'বাংলার ৬ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার'(central government)। 'পিএম গ্রাম সড়ক যোজনায় ২০ হাজার কিলোমিটারের থেকে বেশি রাস্তা তৈরি হয়েছে'। '১০ বছরে যা হল, ওটা ট্রেলার ছিল'। 'দেশ ও বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে'। 'বাংলাকে পিছিয়ে দিয়েছে বাংলার সরকার'। 'বাংলার বিকাশই নরেন্দ্র মোদির প্রাথমিক লক্ষ্য'। 'কংগ্রেসের শাসনকালে শুধু কংগ্রেস শাসিত রাজ্যগুলিকেই উন্নয়নের জন্য সাহায্য করা হত, বিরোধীদের নয়'। 'বাংলার সরকার কেন্দ্রের প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছতে দেয় না'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।