BJP Candidate List: সম্মুখসমরের বার্তা দিয়ে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু, ডেবরায় ভারতী
শনিবার প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধীকারী। এছাড়াও পটাশপুর থেকে লড়বেন অম্বুজাক্ষ মোহান্তি। কাঁথি উত্তরে প্রার্থী সুনীতা সিংহ। কাঁথি দক্ষিণ থেকে অরূপকুমার দাস। দাঁতন থেকে শক্তিপদ নায়ের, গোপীবল্লভপুর থেকে সঞ্জীব মাহাতো, বিনপুর থেকে পালন সোরেন প্রার্থী হচ্ছেন। বলরামপুর থেকে বনেশ্বর মাহাতো, জয়পুর থেকে নরহরি মাহাতো, পুরুলিয়া থেকে সুদীপ মুখোপাধ্যায়, ছাতনা থেকে সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তমলুক থেকে বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা। ময়না থেকে বিজেপি প্রার্থী অশোক ডিন্ডা। নন্দকুমার থেকে বিজেপি প্রার্থী নীলাঞ্জন অধিকারী। হলদিয়া থেকে বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল। নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সবং থেকে বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। ডেবরা থেকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বিষ্ণপুর থেকে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ। ইন্দাস থেকে বিজেপি প্রার্থী নির্মল ধাড়া।