Calcutta High Court : 'রাজ্য বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারলে তা উদ্বেগের', নির্বাচন কমিশনকেও ভর্ৎসনা হাইকোর্টের
Continues below advertisement
রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) প্রতিক্রিয়া পর্যাপ্ত নয়, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দায়ের করা মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের। আজকেও কমিশনের কেউ আদালতে নেই, তারা কেন সক্রিয় নয় ? জানতে চান প্রধান বিচারপতি। 'পুনরায় নির্বাচনের জন্য কমিশনের কাছে দেওয়া তালিকা অনুযায়ী কী সিদ্ধান্ত তা জানানো প্রয়োজন ছিল, খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের'। এমনটাই পর্যবেক্ষণ আদালতের।
Continues below advertisement
Tags :
Elections Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Elections 2023 WB Panchayat Poll 2023 CALCUTTA HIGH COURT West Bengal Panchayat Elections 2023 Panchayat Election Result Panchayat Election Results 2023 Panchayat Poll Result