Panchayat Election Result: ভোট শেষ, কিন্তু এখনও কাটছে না আতঙ্ক! Bangla News
Continues below advertisement
ভোট শেষ। কিন্তু এখনও কাটছে না আতঙ্ক। আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটায় ঘরছাড়া বেশ কয়েকজন বিজেপি (BJP) কর্মী। অভিযোগ, তৃণমূলের (TMC) ভয়ে ঘরে ফিরতে পারছে না জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জের বেশ কয়েকটি সিপিএম (CPIM) পরিবারও। অন্য়দিকে, জয়ী প্রার্থীদের কেনাবেচা আটকাতে সিউড়িতে বিজেপির জেলা পার্টি অফিসে রাখার ব্যবস্থা করেছে বিজেপি।
Continues below advertisement