CM Mamata Banerjee Mukhumukhi Exclusive: বিজেপি অভিষেক-রুজিরার বিবাহবিচ্ছেদ করিয়ে দিতে চাইছে, বিস্ফোরক মমতা

Continues below advertisement

সিবিআই লাগিয়ে অভিষেক (Abhishek Banerjee) ও রুজিরার (Rujira Banerjee) বিবাহবিচ্ছেদ করার চক্রান্ত চলছে, এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'কে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "অভিষেকের স্ত্রী খুব শান্ত, নির্লোভ। সোনার রঙ করা বালার জন্য কেস দিয়েছিল। শুধু অভিষেকের স্ত্রী বলেই এরকম করছে। বিজেপি (BJP) বিবাহবিচ্ছদ করিয়ে দিতে চাইছে। অভিষেক বলে, চিন্তা কোরো না, লড়ে নেব। অভিষেক আমার থেকেও সাহসী।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram