WB Election 2021: করোনার মধ্যে কীভাবে ভোট? আজ কমিশনের ডাকে সর্বদল বৈঠক
করোনার (Corona) মধ্যে কীভাবে ভোট? আজ নির্বাচন কমিশনের (Election Commission) ডাকে সর্বদল বৈঠক। শীতলকুচিকাণ্ড নিয়ে মন্তব্য, রাহুল সিনহার (Rahul Sinha) পর এবার কমিশনের কোপে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ সন্ধে ৭টা পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতির প্রচারে নিষেধাজ্ঞা। ২৪ ঘণ্টা কেন, ৭২ ঘণ্টা করা উচিত ছিল, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীতলকুচিতে (Sitalkuchi) গণহত্যার অভিযোগে ফের অমিত শাহকে (Amit Shah) আক্রমণে মমতা। পরপর বিজেপি প্রার্থীদের সমর্থনে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তৃণমূলের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে মিঠুনকেও নিশানায় মমতা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ছুঁইছুঁই। দৈনিক মৃত্যু বেড়ে ২২। শুধু কলকাতাতেই ৭ জনের মৃত্যু। সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর মৃত্যু, সংক্রমিত গোয়ালপোখরের তৃণমূল ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী। বিজেপির বহিরাগতদের জন্যই রাজ্যে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, এবিপি আনন্দে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন নিয়েও মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে শুরু হয়রানির অভিযোগ। কাঠগড়ায় এনআরএসের (NRS) করোনা ওয়ার্ড। চিকিৎসায় গাফিলতি থেকে রোগীর সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের।